বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে সংগঠনের সাধারণ সম্পাদক বাবু সুনীল কুমার চক্রবর্তীর নেতৃত্বে শহরের কালেক্টরেট চত্বরে স্থাপিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যক্ষ মৃণাল কান্তি সাহা, সনৎ রায় বাবলু, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম তুষার, অর্থ বিষয়ক সম্পাদক ইয়ার আলী, সাংস্কৃতিক সম্পাদক আবদুল আলিম, কার্যনির্বাহী সদস্য শোভন মাহমুদ, প্রিতম মজুমদার, কৃষ্ণ কোমল বিশ্বাস প্রমুখ। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
উল্লেখ্য শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া শাখার পক্ষ থেকে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।