বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন

একাধিক মামলার আসামীর গোয়ালঘরে মিললো গুলি ও অস্ত্র!

মোঃ মমিন ইসলাম, কুষ্টিয়া / ১০৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ১১:১৯ পূর্বাহ্ন

কুষ্টিয়ার কুমারখালীতে একাধিক মামলার চিহ্নিত আসামির গরুর গোয়ালঘর থেকে ৭ রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে কুমারখালী থানা পুলিশ। সোমবার গভীর রাতে পান্টি ইউনিয়নের বাগবাড়িয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শরিফুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করা হলে তার বাড়ির গোয়ালঘর থেকে এই আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মোঃআকিবুল ইসলাম।

শরিফুল ইসলাম পান্টি ইউনিয়নের বাগবাড়িয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তার বিরুদ্ধে কুমারখালীসহ বিভিন্ন থানায় ডাকাতি, চুরি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১২ টার দিকে শরিফুল ইসলামের বাড়ির গোয়ালঘরে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালানো হয়। এসময় গোয়ালঘরে পরিত্যক্ত অবস্থায় ব্যাগ থেকে একটি শুটারগান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয় । পরে স্থানীয়দের উপস্থিতিতে সেগুলোর জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, রাতে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে শরিফুলের গোয়ালঘর থেকে গুলিসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর