বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন

একটিতে জয় কুষ্টিয়ায় স্বতন্ত্রের কাছে হারল নৌকা

কুষ্টিয়ার সময় অনলাইন / ৮৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪, ২:১৩ পূর্বাহ্ন

কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনে ভরাডুবি হয়েছে নৌকার। বাকি একটি আসনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বিজয়ী হয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল হক চৌধুরী। তিনি পেয়েছেন ৮৬ হাজার ৫৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের আরেক স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা পটল পেয়েছেন ৫১ হাজার ৫৬৭ ভোট।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন। তিনি পেয়েছেন ৯৮ হাজার ৮৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান এমপি জাসদ সভাপতি হাসানুল হক ইনু নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৯ হাজার ৭৯ হাজার ৭৩৫ ভোট।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের বর্তমান এমপি মাহাবুবউল আলম হানিফ। তিনি পেয়েছেন এক লাখ ২৮ হাজার ৫৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তণু পেয়েছেন ৪৩ হাজার ৭২৬ ভোট।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ। তিনি পেয়েছেন ৯৮ হাজার ৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান এমপি সেলিম আলতাফ জর্জ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৮০ হাজার ১১১ ভোট।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর