শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৩ অপরাহ্ন

উজবেকিস্তানের শ্রমমন্ত্রী-বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

মিনারুল ইসলাম / ৫৬৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ২ ডিসেম্বর, ২০২০, ২:১৭ অপরাহ্ন

উজবেকিস্তানের শ্রমমন্ত্রী নোজিম খুসানভ বখতিয়োরোভিচের সাথে বাংলাদেশের রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলমের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলমের সাথে উজবেকিস্তানের কর্মসংস্থান ও শ্রম সম্পর্ক বিষয়ক মন্ত্রীর নোজিম খুসানভ বখতিয়োরোভিচের সাথে উজবেকিস্তানের শ্রম মন্ত্রণালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

উজবেকিস্তানের শ্রমমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলমকে কর্মসংস্থান খাতে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

সভায় দুই দেশের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা, দক্ষ শ্রমিকদের একে অপরের দেশে কাজ করার সুযোগ প্রদানের জন্য সমঝোতা স্বাক্ষর, বিভিন্ন প্রকল্প ও শিল্পকলকারখানায় দক্ষ কর্মী বিনিময়, অভিজ্ঞতা ভাগাভাগি এবং দু’দেশের সুবিধার জন্য বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ প্রদানের বিষয়ে আলোচনা হয়।

এ সময় উজবেকিস্তানস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ এবং উজবেকিস্তানের শ্রম মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর