কুষ্টিয়ায় উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যমকর্মীসহ সুশীল সমাজের নিয়ে সেমিনারের আয়োজন করেছে পুলিশ। সোমবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় পুলিশের সন্ত্রাস দমন ও আর্ন্তজাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় কুষ্টিয়ার দিশা ট্রেনিং সেন্টারে এই সেমিনারের আয়োজন করে জেলা পুলিশ।
‘সন্ত্রাসবাদকে না বলুন’ এই স্লোগানে এই কর্মসূচীর বাস্তবায়ন করা হয়। এ সময় বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মুস্তাফিজুর রহমান, বিশেষ শাখার ফরহাদ হোসেন খান, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজমুল আরেফিন, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর নানা পেশাজীবীদের প্রতিনিধিরা।
চিত্র প্রদর্শন করে বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন ঢাকা মেট্টোপলিটন পুলিশের কাউন্টার টেরিরিজম বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রহমত উল্লাহ চৌধুরী।
সেমিনারে উগ্রবাদ প্রতিরোধে উপস্থিত শিক্ষার্থী, সুধীজন ও গণমাধ্যম কর্মীরা তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।