বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন

ঈদ বকশিসের নামে অতিরিক্ত ভাড়া আদায় জরিমানা ৫ হাজার টাকা!

কুষ্টিয়ার সময় প্রতিবেদক / ১৩৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ৪:০১ অপরাহ্ন

ঈদ যাত্রায় ঢাকা থেকে কুমারখালীর ভাড়া ১ হাজার টাকার কথা থাকলেও ঈদ বকশিসের নামে জোরপূর্বক দুইশত টাকা বেশি নেওয়ার অভিযোগে কুমারখালী বাসস্ট্যান্ডের জামান এন্টারপ্রাইজ কতৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার ( ৫ এপ্রিল) দুপুরে কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আমিরুল আরাফাত।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী ও কুমারখালী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভুমি) আমিরুল আরাফাত জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঈদুল ফিতরের ছুটিতে গণপরিবহনে মানুষের যাতায়াতকে পুঁজি করে বাসের টিকিট কিনতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত দাম নিচ্ছে কুমারখালী থেকে ঢাকা রুটে চলাচলকারী জামান এন্টারপ্রাইজ।

এমন অভিযোগ পেয়ে মাঠ পর্যায়ে অভিযান পরিচালনা করে সত্যতা পাওয়া গেলে জামান এন্টারপ্রাইজ কাউন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করেন। তারা মুলত ১ হাজার টাকার ভাড়া ২০০ টাকা বাড়িয়ে ১২০০ করে টিকিট বিক্রি করছিলো।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর