পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খোকসা উপজেলা শাখার পক্ষ থেকে সব স্তরের মানুষের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবলীগ নেতা শেখ মো. আতিক হাসান জিয়া
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি উপজেলার সকল ইউনিয়নসহ দেশবাসী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও (মোবারকবাদ) ‘ঈদ মোবারক’।
সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে যুবলীগ নেতা শেখ মো. আতিক হাসান জিয়া বলেন, মহামারির করোনাভাইরাস কারণে এবারে ঈদুল ফিতর উদযাপনে ভিন্ন রকম আবহ তৈরি হয়েছে। এবারে ঈদের আয়োজন যেমন সীমিত পরিসরে। এই মহামারিতে আমার নিজেরাও স্বাস্থ্যবিধি মেনে এবং অন্যকেও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানান। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।
তিনি আরো বলেন, খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তারের সুদক্ষ নেতৃত্বে খোকসাকে আরো এগিয়ে এবং কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় নব-উদ্যোমে এগিয়ে যাবে বলে করেন এই নেতা। সবাইকে আবারো ঈদের শুভেচ্ছা।