বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন

ঈদের নতুন পোশাক না পেয়ে শিশুর আত্মহত্যা

কুষ্টিয়ার সময় প্রতিবেদক / ১৭৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ২৪ এপ্রিল, ২০২১, ৫:০৯ অপরাহ্ন

কুষ্টিয়ায় ঈদের নতুন পোশাক কিনে না দেয়ায় অভিমান করে রেহেনা খাতুন (১০) নামের এক শিশু আত্মহত্যা করেছে। শুক্রবার (২৩ এপ্রিল) রাতে কুমারখালী উপজেলার চাপড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুটি চাপড়া এলাকার দিনমজুর রাশিদুল শেখের মেয়ে ও চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনমজুর রাশিদুল অন্যের ক্ষেতে কাজ করে কোনো রকমে সংসার চালান। মেয়ে রেহেনা তার মায়ের কাছে ঈদে নতুন পোশাক কিনে দেয়ার বায়না ধরে। কিন্তু পরিবারের লোকজন পোশাক কিনে দিতে অস্বীকৃতি জানালে সে অভিমান করে। পরে শুক্রবার রাতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, শনিবার (২৪ এপ্রিল) সকালে ওই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর