শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:১১ অপরাহ্ন

ইবি ছাত্রলীগের কমিটি নিয়ে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি

কুষ্টিয়ার সময় ডেস্ক / ২০২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১, ১০:৫৩ পূর্বাহ্ন

গত মধ্যরাতে ইবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ও সম্মেলন প্রস্তুতির জন্য পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর জালিয়াতি করে প্রেস বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনে গ্রুপে মিলন খান নামের ফেসবুক আইডি থেকে বিজ্ঞপ্তিটি প্রথম শেয়ার করা হয়। যা কয়েক মিনিটের মধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বিব্রত কেন্দ্রীয় ও শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। তারা ওই আইডির মালিককে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

বিষয়টি নিয়ে রাতেই ইবি শাখার দায়িত্বে থাকা কেন্দ্রীয় কমিটির উপ-তথ্য প্রযুক্তি সম্পাদক আশিকুর রহমান রুপক বলেন, প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে এ রকম কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। এটা নিয়ে তদন্ত করা হবে। একটা টিম কাজ করছে, যারা এ কাজের সঙ্গে জড়িত অবশ্যই খুঁজে বের করা হবে।

ইবি ছাত্রলীগের কমিটির বিষয়ে তিনি বলেন, ইবি শাখার ছাত্রলীগের নেতাকর্মী ও শিক্ষার্থীদের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। খুব দ্রুতই কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আমরা দায়িত্বপ্রাপ্তরা ক্যাম্পাসে যাবো। এ নিয়ে আমাদের একটা পরিকল্পনা আছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, ভুয়া প্রেস বিজ্ঞপ্তি যারা তৈরি করেছে অনতিবিলম্বে তাদের শাস্তি দাবি করছি। এ অপরাধ যারা করেছে তাদেরকে যেন ছাত্রলীগ থেকে বহিস্কার করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর