কুষ্টিয়ার খোকসা উপজেলার চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে (৬ ডিসেম্বর)৪ চেয়ারম্যান ও ২২ মেম্বার পদপ্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ২৬ ডিসেম্বর কুষ্টিয়ার খোকসা উপজেলার ৯ টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা রশিদুল আলম সোমবার বিকেল সাড়ে পাঁচটার সময় এক অনানুষ্ঠানিক সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। ৯টি ইউনিয়নের মোট ৪৫ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন জমা দেন। প্রত্যাহারের শেষ দিন ৬ ডিসেম্বর ৫ জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় চেয়ারম্যানে ৪০ জন প্রার্থী থাকল।
সেই সাথে সাধারণ মেম্বার প্রার্থীদের মোট মনোনয়নপত্র জমা দেন ৩০৩ জন এদের মধ্যে থেকে ২২ জন প্রত্যাহার করে নেওয়ায় নির্বাচনে অংশগ্রহণ করবে ২৭৮ জন।
সংরক্ষিত সদস্য ৯৬ জন প্রার্থীর মধ্যে কেউ প্রত্যাহার করেনি।
প্রত্যাহার করা চেয়ারম্যান প্রার্থীরা হলেন বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী, নুরুল আজম খান।আমবাড়িয়া ইউনিয়নে আব্দুস সামাদ ও হাবিবুর রহমান। ওসমানপুর ইউনিয়নে শরিফ হুসাইন । গোপগ্রাম ইউনিয়নে আবুল কালাম।
এ সময় একজন চেয়ারম্যান প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বাবুল আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ৫ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত একজন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
উপজেলার নয়টি ইউনিয়নের মোট ৯২ হাজার ৭৭৫ জন ভোটার আগামী ২৬ ডিসেম্বর তাদের মনোনীত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের মনোনয়নে ভোট প্রদান করবেন।