তখন আমাদের তুমুল প্রেম
একদিন দেখা না হলে চলেই না
গোল্লায় যায় সব কিছু!
তেমন একদিন তুমি হঠাৎই নাই হয়ে গেলে
নাই, নাই, নাই….
আর আচমকা থমকে গেল আমার সব।
লোকে বলে- আমার দিকে নাকি
তাকানো যায় না, বসনে চলনে ছন্নছাড়া আমি।
হঠাৎ কে যেন বললো,তোমাকে দেখা গেছে
কাছের এক শৈল শহরে!
শৈল শহর? কোথায়?
মিরিক, কার্শিয়াং, ঘুম, কালিম্পং
নাকি দার্জিলিং শহরের কোথায়ও?
সাত পাঁচ না ভেবেই আমি-
কাক ভোরে দর্শনা রানাঘাট হয়ে
শিলিগুড়ি যাই।
এক সময় পৌঁছে যাই নৈস্বর্গিক দার্জিলিংয়ে
তারপর খুঁজি তোমায়।
শুরুতেই কাঞ্চনজঙ্ঘার গায়ে তাকাই,
যেখানে সুর্যের প্রখর আলো পড়েছে
সেখানেই খুঁজি আগে
যদি পাই তোমার মুখচ্ছবির প্রতিবিম্ব?
তারপর খুঁজে ফিরি দার্জিলিং এর মলচত্বর,
ট্রয় ট্রেনের কামড়ায়,
টাইগার হিল,
ভিক্টোরিয়া ফলস,
বাতাসিয়া লুপের অদ্ভুত বিশুদ্ধ বাগানে
কোথায়ও পাইনা তোমায়…
হতাশ, ভাগ্য বিড়ম্বিত আমি ফিরে আসি
নিজের ঘরে, ঢাকার মিরপুর এগারোতে।
দেখি, আমার বাসার গেটে
ধর্ণা দিয়ে
বসে আছো তুমি-
আমায় দেখে বললে-
এই ঘিঞ্জি শহর আর
তোমায় ছাড়া
আমি কোথায় যাব বলো?
কবি : সম্পাদক, কুষ্টিয়ার সময়
প্রিয় পাঠক- আপনিও পাঠাতে পারেন আপনার লেখা প্রিয় কবিতা কিংবা গল্প। পাঠাতে পারেন সাহিত্যের যেকোন বিষয় পাঠাতে পারেন moni.khoksa@gmail.com এই মেইলে। সেট ছাপার উপযোগী করে প্রকাশ হবে আপনার প্রিয় কুষ্টিয়ার সময়ে…