কুষ্টিয়ার খোকসায় আর্থিক সহায়তা চাইতে এসে মৃত্যু বরন করেছেন অজ্ঞাত এক নারী। মঙ্গলবার সকালে খোকসা ইউনিয়নের মোড়াগাছা গ্রামে এই ঘটনা ঘটে।
ষাটোর্ধ অজ্ঞাত এই নারীর এখনো পরিচয় মেলেনি। পরিচয় উদ্ধারের জন্য বিভিন্ন থানায় ম্যাসেজ পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান, মোড়াগাছা গ্রামের মাস্টার বাড়ি নামে পরিচিত মারুফ হোসেন তারার বাড়িতে সকাল ৮ টার দিকে অজ্ঞাত এক নারী সাহায্য চাইতে আসেন। এসময় পরিবারের লোকজন এগিয়ে আসলে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি প্রচন্ড বুকে ব্যাথা উল্লেখ করে মাটিতে লুটিয়ে পড়েন। কোনরকম নড়াচড়া না করলে বাড়ির ও আশেপাশের লোকজন স্থানীয় ডাক্তারকে খবর দেয়। ডাক্তার এসে তাকে পরীক্ষা করে মৃত ঘোষনা করেন। পরে খোকসা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল বারিক থানায় খবর দিলে পুলিশ এসে নারীর মরদেহ উদ্ধার করেন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, ষাটোর্ধ অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মর্গে পাঠানো হয়েছে। এবং লাশের পরিচয় সনাক্তের জন্য বিভিন্ন থানায় ম্যাসেজ পাঠানো হয়েছে।