শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন

আরশিনগরের মোড়ক উন্মোচন করলেন বাংলা একাডেমির ডিজি

নিজস্ব প্রতিবেদক / ১০৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২, ৩:২০ অপরাহ্ন

কুষ্টিয়ার কিংবদন্তীদের নিয়ে আবুল ফজল পাইলটের প্রবন্ধ সংকলন  ‘আরশিনগর ইতিহাসের সোনালি পড়শিরা’ বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়া‌রি) সন্ধ্যায় বাংলা একাডেমির ভাষা শহীদ উন্মুক্ত মঞ্চে তথ্যসমৃদ্ধ এই বইটির মোড়ক উন্মোচন করা হয়।

বহুল তথ্যসমৃদ্ধ এই বইটির মোড়ক উন্মোচন করেন- বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, এটিএন নিউজের সিইই মুন্নী সাহাসহ বিশিষ্টজনেরা।

বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- খোকসা উপজেলা কল্যাণ সমিতির সভাপতি আহসান নবাব, মহাসচিব র‌বিউল আলম বাবুল, কুমারখালি উপজেলা সমিতি ঢাকার সহসভাপতি ও সাবেক সচিব কাশেম মাসুদ, কুমারখালি স্টুডেন্ডস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা উন্নয়নকর্মী আশরাফুল আলম সাগর, আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক রহমত আলী।

এছাড়াও অন্যান্যদের মধ্যে আ‌রো উপ‌স্থিত ছি‌লেন- ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক কামরুল হাসান খোকন, বি‌শিষ্ট ব্যবসায়ী শাহাবুদ্দীন সম্রাট, ব্যাংকার ইমরান হোসেন, মোহনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম মনি, ক‌বি খন্দকার জাহাঙ্গীর হুসাইন, খোকসা স্টু‌ডেন্টস অ‌্যা‌সো‌সি‌য়েশ‌নের সভাপ‌তি এস এম ইমরান, সাধারণ সম্পাদক আশফাক সোহাগসহ খোকসা ও  কুমারখালির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় অতিথিসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান বইটির লেখক ও কুষ্টিয়ার ই‌তিহাস গবেষক আবুল ফজল পাইলট।বলেন, চেষ্টা করেছি কুষ্টিয়ার সমৃদ্ধ ইতিহাসকে বিশ্বদরবারে মেলে ধরার। জানি না কতোটুকু করতে পেরেছে। তবে আমার এই বইটি প্রকাশের জন্য অনেকেই উৎসাহ দিয়েছেন। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা।

আবুল ফজল পাইলট বলেন, আলোকিত কতিপয় কবি, সাহিত্যিক, সাংবাদিক, আইনবিদ, গীতিকার, শিক্ষাবিদ, শিল্পব্যক্তিত্ব, বিপ্লবী, সংগীত ও চলচ্চিত্রশিল্পীর পরিচিতিমূলক লেখা ‘আরশিনগর ইতিহাসের সোনালি পড়শিরা’ শিরোনামে গ্রন্থভুক্ত করলাম। এটি কোনো মৌলিক কিংবা গবেষণাধর্মী কাজ নয়।

অমর একু‌শে বই‌মেলা ২০২২ এ প্রকা‌শিত হ‌য়ে‌ছে ব্যাংকার আবুল ফজল পাইলটের প্রবন্ধ সংকলন ‘আরশিনগর ইতিহাসের সোনালি পড়শিরা’। বইটি পাওয়া যা‌চ্ছে গ্রা‌ফোসম‌্যান পাব‌লি‌কেশ‌ন্সের স্ট‌লে। স্টল নম্বর ৫৮২। মোস্তাফিজ কা‌রিগ‌রের আঁকা প্রচ্ছদের বই‌টির প্রকাশক আব্দুর রউফ।

১৯৭৭ সালের ৩১ ডিসেম্বর কুমারখালীর ভড়ুয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন আবুল ফজল পাইলটের।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর