শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০১ অপরাহ্ন

আপনার ছবি তুলবে জনপ্রিয় আলোকচিত্রী সা‌বিনা, হাসবে খোকসার অসহায়‌রা!

মনিরুল ইসলাম মনি / ২১৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২, ৭:৪৬ পূর্বাহ্ন

ডিএসএলআ‌র ক্যামেরার লে‌ন্সে নি‌জে‌কে দেখতে কে না চায়! কিন্তু সবার তো আর ডিএসএলআর নাই, কা‌রো থাক‌লেও স‌ঠিক ফ্রেম বা কলা‌কৌশলের কাছে হার মানতে হয়। কিন্তু সেই সু‌যোগটাই ক‌রে দি‌চ্ছে কু‌ষ্টিয়ার খোকসার কিছু উদ‌্যমী প্রফেশনাল ফ‌টোগ্রাফার। আর সাথে যদি থাকে দেশের অন্যতম সেরা ফটোসাংবাদিক সাবিনা ইয়াসমিন। তাহলে বিষয়টা কি হবে; একটু ভাবুন তো!

তবে ছবি তুলে আপনাকে দিতে হবে সম্মানী। আর এই সম্মানীর পুরো অর্থই তুলে দেয়া হবে ঈদে সু‌বিধাব‌ঞ্চিত মানু‌ষে মু‌খে হা‌সি ফোটা‌তে। তবে প্রথম আলোর ফ‌টো সাংবা‌দিক সা‌বিনা ইয়াস‌মিন থাকবেন পহেলা মে খোকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। দেশ‌সেরা ফ‌টোগ্রা‌ফা‌রের লে‌ন্সে ছবি তোলার সু‌যোগ হাতছাড়া করতে না চাইলে চ‌লে আস‌ুন পাইলট মা‌ঠে।

এমন উদ্যোগ গ্রহণ করেছে কুষ্টিয়ার খোকসার কয়েকজন উদ্যমী মেধাবী প্রফেশনাল ফটোগ্রাফার। এদের কয়েকজন ইতোমধ্যেই কাজ ও দক্ষতায় অর্জন করেছেন শ্রেষ্টত্ব। ছিনিয়ে এনেছেন জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কারও।

ফটোগ্রাফাররা হলেন- নাহিদুজ্জামান শয়ন, পল্লব বিশ্বাস, এস এম ইসতিয়াক আহমেদ রিজভী, আবু ফয়সাল, অর্পন পাল, আনিসুজ্জামান কিবরিয়া, নাহিদ আহমেদ, ফাহিম হাসান, সীমান্ত সরকার, শিফাউল ইসলাম রবিন, মোসাদ্দেক হাসান, সৌম্য দীপ, চিত্রা বিশ্বাস, শেফা, প্রতীক এবং সঞ্চয়।

ঈদ উপলক্ষে এই মানবিক ক্যাম্পেইন চলবে ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত খোকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। প্রফেশনাল এসব ফটোগ্রাফারদের ক্যামেরায় ছবি উঠতে হলে আসতে হবে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে। আর এই উদ্যোগটা বাস্তবায়ন করবে ফটোগ্রাফি কমিউনিটি অফ খোকসা।

আয়োজকরা জানান, আপনার কাছে হয়তো ১০০/২০০ টাকা খুব সামান্য কিন্তু এই পরিমাণ টাকাই একজন সুবিধাবঞ্চিত মানুষের মুখে ফোটাতে পারে কোটি টাকার হাসি। তবে এই উদ্যোগে উপস্থিত থাকতে না পারলেও তহবিলে দিতে পারেন আপনার সহযোগিতা আর ভালোবাসা। এজন্য (বিকাশ 01400563100 এবং নগদ 01764563100) নাম্বারে পাঠাতে পারেন আপনার অর্থ।

শত ব্যস্ততার মাঝেও ঈদ আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করতে পাইলট মাঠে এসে ছবি উঠুন দেশের জনপ্রিয় প্রফেশনাল ফটোগ্রাফারদের ক্যামেরায়। তাহলেই হাসবে সুবিধাবঞ্চিত মানুষেরা। আয়োজন খোকসার হলেও যেকেউ অংশগ্রহণ করতে পারবে বলে জানায় আয়োজকরা।

পুরো আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে আপনাদের আস্থার গণমাধ্যম কুষ্টিয়ার সময় ডটকম এবং বাংলা ৫২ নিউজ ডটকম। অংশগ্রহণ থাকবে টিম আমার খোকসারও।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর