সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন

আওয়ামী লীগের মনোনয়ন পেল না অভিনেত্রী মাহি!

কুষ্টিয়ার সময় অনলাইন / ৯৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ১ জানুয়ারী, ২০২৩, ৩:২৭ অপরাহ্ন

আসন্ন উপনির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি নায়িকা মাহিয়া মাহি। তার আসনে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মু. জিয়াউর রহমান।

রবিবার (১ জানুয়ারি) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনা।

গত ২৯ ডিসেম্বর জানান চাঁপাইনবাবগঞ্জ ২ সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন সংগ্রহ করবেন মাহি। সে অনুযায়ী বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কেনেন নায়িকা। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম জমাও দিয়েছিলেন তিনি। ফরম জমা দেওয়ার পর মাহি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঙ্গে দেখা করেন।

মাহির মনোনয়ন চাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়েও। বৃহস্পতিবার (২৯ ডিসম্বের) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেছিন, ‘মাহির বিষয়টি নিয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, ওর (মাহি) পরিবার তো আওয়ামী লীগের পরিবার। তিনিও আওয়ামী লীগ করেন। ঠিক আছে ফরম সংগ্রহ করুক।’

কিন্তু তারপরও ভাগ্য প্রসন্ন হলো না মাহির। পেলেন না নৌকার টিকিট।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর