রাজধানীতে সমাবেশের নামে পুলিশের সাথে একটি রাজনৈতিক দলের সংঘর্ষ সময় কিছু দুষ্কৃতিকারী ও সন্ত্রাসী ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবির ভবনে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাবে ভাঙচুর করায়।
(২৯ অক্টোবর) রোববার আইডিইবির কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে আইডিইবির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম ও (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক জাকির হোসেন এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা এ ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তারা বলেন, গত (২৮ অক্টোবর) শনিবার পুলিশের সাথে একটি রাজনৈতিক দলের সংঘর্ষের সময় কিছু দুষ্কৃতিকারী ও সন্ত্রাসী জোরপূর্বক ভাবে আমাদের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবির ১৬০/এ কাকরাইল কেন্দ্রীয় অফিসে ঢুকে ভবনের পূর্বপার্শ্বের গেটে গাড়ি পার্কিং করা আইডিইবির মিনিবাস ও শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের একটি মিনিবাস’সহ দুটি গাড়িতে ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয় এবং আইডিইবি ভবনে ব্যাপক ভাবে ভাংচুর করে।
তারা আরো বলেন, ওই ভবনে অন্যান্য সরকারি অফিসও রয়েছে। আইডিইবি একটি বৃহৎ পেশাজীবী ও অরাজনৈতিক সংগঠন। আমরা এই ঘটনাকে অত্যান্ত ন্যাক্কারজনক বলে মনে করি। আমরা আইডিইবির কুষ্টিয়া জেলা শাখা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। একই সাথে আইডিইবি ভবনের সার্বিক নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।