শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন

আঃ লীগ নেতা এমপি বাদশাহ্’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ-প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক / ২১২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ৪ জুন, ২০২২, ৪:৫৯ অপরাহ্ন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ।

শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় এমপি আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্’র নেতৃত্বে বিশাল সমাগমের বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সদরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সম্প্রতি বিএনপি কর্তৃক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকি ও কটুক্তির প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে উপজেলা আওয়ামী লীগ।

বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরের বঙ্গবন্ধু ম্যুরালের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলে দলে নেতাকর্মীরা জড়ো হোন সেখানে। পরে দৌলতপুর থানা সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরালে শেষ হয় কর্মসূচি।

সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সরওয়ার জাহান বাদশাহ্ এমপি(কুষ্টিয়া-১), দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ আহমেদ মামুনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এ-সময় বক্তারা প্রতিপক্ষের সকল ষড়যন্ত্র রুখে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করে মুহুর্মুহ শ্লোগান দিতে থাকেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।

কর্মসূচিতে অংশ নেয় উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর