কুষ্টিয়ার কুমারখালীতে অস্বচ্ছল পরিবারে বেড়ে ওঠা- মেধাবী শিক্ষার্থীদের চারবছরের পড়াশোনার খরচ দেবে শাম ফাউন্ডেশন। এর অংশ হিসেবে শনিবার (২২ অক্টোবর) সকালে কুমারখালীর ঘাসখালে জি ডি শামসুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুল মাঠে এ অস্বচ্ছল পরিবারের ৩০ অদম্য মেধাবী শিক্ষার্থীদের নগদ শিক্ষাবৃত্তি কার্যক্রমের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি এম এ ছালাম। শিক্ষাবৃত্তি পাওয়া সবাই চলতি শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং পর্যায়ে অধ্যয়নরত।
শিক্ষার মান উন্নয়নে জেলাজুড়ে বিভিন্ন কার্যক্রম করা বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা শামসুদ্দিন আহমেদ (শাম) ফাউন্ডেশনের এমন উদ্যোগ মেধাবীদের অনুপ্রেরণা বাড়িয়ে দেবে বলে মনে করেন অনেকেই। তাদের মত, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং পর্যায়ে অধ্যয়নরত ৩০ জন শিক্ষার্থীদের কাছে যেন শাম ফাউন্ডেশনের এই উদ্যোগ অন্ধের যষ্ঠীর মতো।
শাম ফাউন্ডেশন সভাপতি মো. শরিফুল ইসলাম মাসুম বলেন, শিক্ষার্থী নির্বাচনে শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত করা হয়েছে। এই ৩০ শিক্ষার্থী চারবছর ধরে (প্রতিমাসে এক হাজার) টাকা করে পাবে। পাশাপাশি বিভিন্ন শ্রেণীর ৩৮ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
পুরো অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি এম এ ছালাম। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। বলেন, প্রয়োজন যেমন বাধা মানে তেমনি সীমাবদ্ধতা থাকলেও মেধা বিকাশও আটকে থাকে না। একটি কথা সবসময় মনে রাখতে হবে, ভালো ছাত্র হলে পয়সার অভাব হয় না, পড়াশোনাও থেমে থাকে না। আমি মেধাবীদের পছন্দ করি, সবসময় ভালো ছাত্র খুঁজি। মেধাবীদের জন্য আমার দুয়ার সবসময় খোলা।
এ সময় শিক্ষার্থীদের পড়াশোনায় মনযোগী হওয়ার পাশাপাশি নীতি-নৈতিকতা বোধ জাগ্রত করে দেশকে সমৃদ্ধশালী করার আহ্বান জানান এম এ ছালাম।
আয়োজনের সভাপতিত্ব করেন জি ডি শামসুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুলের সাবেক সভাপতি আব্দুস সাত্তার মঞ্জুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দিশা এনজিও’র নির্বাহী পরিচালক মো. রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা সমিতির সাংগঠনিক সচিব ও কুষ্টিয়ার সময়ের চেয়ারম্যান মো. রেজওয়ানুল ইসলাম রিজু, বিশিষ্ট শিশু সাহিত্যিক সোহেল আমিন বাবু, নাট্যকার ও সাহিত্যিক লিটন আব্বাসসহ কুষ্টিয়া জেলা সমিতির নেতৃবৃন্দ ছাড়াও শাম ফাউন্ডেশনের উপদেষ্টামন্ডলীরা উপস্থিত ছিলেন।
পরে শামসুদ্দিন আহমেদ (শাম) ফাউন্ডেশনের উদ্যোগে পরিবেশ রক্ষার্থে বিদ্যালয় প্রাঙ্গণে শোভাবর্ধনকারী দুই শতাধিক গাছের চারা রোপণ করেন অতিথিরা।