সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার রিসার্চ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডে মনোনীত খোকসার সজল সাহা

মনিরুজ্জামান শাহীন / ১৯৬৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০, ১০:২৬ পূর্বাহ্ন

অষ্ট্রেলিয়ার সন্মানজনক পদক রিসার্চ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছেন কুষ্টিয়ার খোকসার গবেষক সজল সাহা। রবিবার (১৩ ডিসেম্বর) ফেসবুকের নিজ ওয়ালে এ তথ্য নিশ্চিত করেছেন সজল সাহা।

জানা গেছে, অস্ট্রেলিয়ানদের ক‌মিউ‌নি‌টি‌তে কীভা‌বে অ‌্যা‌ন্টোবা‌য়ো‌টিক রে‌জি‌টেন্স প্রতি‌রোধ কর‌তে হয়- এ বিষ‌য়ে গবেষণার জন্য দেশটির সম্মানসূচক এ পদকে মনোনীত হয়েছেন।

সজল সাহা তার গবেষণার তত্ত্বাবধায়কদের অধ্যাপক ড্যানিয়েল মাজ্জা, অধ্যাপক করিন থার্সকি এবং ডা. ডেভিড কং সর্বোপরি মোনাশ ইউনি এবং ন্যাশনাল সেন্টার ফর অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ (এনসিএএস), অস্ট্রেলিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খোকসা ওসমানপুর গ্রামের ছেলে সজল সাহা ওসমানপুর মাধ‌্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে। ঢাকার নটর‌ডেম ক‌লেজ থে‌কে উচ্চ মাধ্যমিক শেষ করে স্বাতকে ভর্তি হোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিসে। সেখান থেকেই প্রথম শ্রেণি অর্জন করে শেষ করেন স্নাতকোত্তর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই ডিপার্টমেন্টে প্রভাষক হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে কর্মজীবন শুরু ক‌রেন।

এর পর আন্তর্জাতিক পরিমণ্ডলে গবেষণার জন্য পারি জমান অস্ট্রেলিয়ায়। সেখানে মোনাশ ইউনির্ভাসিটিতে পিএইচডিতে ভর্তি হোন। তার পরই তার এই অর্জন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর