কুষ্টিয়ায় অবৈধ সম্পর্ক করতে রাজি না হওয়ায় ৪৫ বছর বয়সী এক মহিলা ও পরিবারের উপরে হামলা চালানো হয়েছে। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানা এলাকার করিমপুর গ্রামে। এ ঘটনায় হামলার শিকার পরিবারের পক্ষ থেকে একই গ্রামের জফরদী মণ্ডলের ছেলে আমজাদ মন্ডল (৫০), আমজাদ মণ্ডলের ছেলে ফারুক মন্ডল (৩৫) ও আমজাদ মন্ডলের সহধর্মিণী লাইলি খাতুন(৪৮)কে হামলাকারী বলে দাবি করা হয়েছে।
হামলার শিকার পরিবারের এক সদস্য জানান, গত ১৪ই জানুয়ারী শুক্রবার জফরদী মণ্ডলের ছেলে আমজাদ মন্ডল (৫০) তার বাড়ির এক ৪৫ বছর বয়সী মহিলা সদস্যের ঘরে প্রবেশ করে তার সাথে জোর করে অবৈধ সম্পর্ক স্থাপন করতে চাই। এতে ঐ সদস্য রাজি না হয়ে চিৎকার করলে পরিবারের অন্য সদস্যরা ছুটে আসে। অবস্থা বেগতিক দেখে ঘরের ভিতরে অবস্থানকারী আমজাদ মন্ডল দৌড় মেরে পালিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি আশপাশে জানাজানি হলে জফরদী মণ্ডলের ছেলে আমজাদ মন্ডল(৫০), আমজাদ মণ্ডলের ছেলে ফারুক মন্ডল (৩৫) ও আমজাদ মন্ডলের সহধর্মিণী লাইলি খাতুন(৪৮) ক্ষিপ্ত হয়ে ১৬ই জানুয়ারী রবিবার সন্ধ্যার সময় ঐ সদস্য ও তার পরিবারের উপর হামলা চালায়। এই হামলায় ঐ পরিবারের এক মহিলা সদস্য মারাত্মক জখমের স্বীকার হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মারাত্মক জখমের শিকার মহিলাটির মাথায় ১২টি সেলাই দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তাছাড়া ঐ পরিবারের আরো ৪ জন সদস্য হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য ঐ পরিবারের অধিকাংশ সদস্য হাসপাতালে অবস্থান করায় এখন পর্যন্ত কোন অভিযোগ থানায় দেওয়া সম্ভব হয়নি। তবে যত দ্রুত সম্ভব বিষয়টি নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানান তিনি।
বিষয়টি নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, হামলার ঘটনাটি শুনেছি, শোনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।