একজন উদোক্তা প্রথম এবং প্রধান কাজ হলো স্বপ্ন দেখা একজন ব্যবসায়ী উদোক্তার মধ্যে এটাই পার্থক্য। তবে স্বপ্ন যে কেও দেখতে পারে। নাম বৃষ্টি খাতুন জন্মস্থান ও বেড়ে ওঠা কুমারখালীতে, তিনি তার মনের লালিত স্বপ্ন পূরন করতে কাজ শুরু করে কুমারখালীর তৈরি বেডশীট বেড কাভার, ও তোয়ালে, লুঙ্গি, নিয়ে তবে তিনি এখন অর্গানিক ও গুড়া মশলা, ও বিভিন্ন প্রকার মিষ্টি আইটেম নিয়ে কাজ করছেন তিনি।
বৃষ্টির ফেসবুক পেজের নাম Shams Jerin Bristy তিনি তার এই পেজের মাধ্যমে প্রতিনিয়ত শহরের বিভিন্ন প্রান্তে সেল করছেন তার হাতের তৈরী সকল পণ্য।আর এ সকল পন্যসামগ্রিই বিক্রয় করে অনলাইনে সাড়া পেয়েছেন এই নারী উদ্যোক্তা।
কুমারখালী উপজেলায় বসবাস করেন বৃষ্টি। করোনা কালীন সময় চাকরির তেমন সুযোগ ও নেই। বৃষ্টি জানান নিজের পরিচয়ে বড় হতে এজন্য তিনি পা বাড়িয়েছেন অনলাইন ব্যবসার পথে।বৃষ্টি বলেন একদিন হঠাৎ করে ফেসবুক উই (উইমেন এন্ড ই কমাসে) গুরুপের সন্ধান পায় সেখানে হাজার হাজার উদ্যোক্তা অনলাইন বিজনেস করে ভালো একটা আয় করছেন। তাদের দেখা দেখি এই পথে আমি আসি।
গত বছরের ১০ আগষ্টে তিনি *গ্রামীণ হাট * নামে একটি পেজ খোলেন তার মধ্যে কুমারখালীর তৈরি বিভিন্ন টেক্সটাইল পন্য সামগ্রিই বিক্রয় শুরু করেন। বৃষ্টির মার্কেটিং খরচ ২ লক্ষ টাকার কাছা কাছি মূলধন সর্বপ্রথম বোনের কাছে ৩০০ টাকা নিয়ে শুরু করেন। জমানো ৫০০০ টাকা নিয়ে ব্যাবসা শুরু করেছেন এর পড়ে তার মা বাবা এবং কিছু কাছের প্রিয় ব্যক্তি সহোযোগিতায় আসতে আসতে তার পথ চলা শুরু হই উদ্যোক্তার পথে।
বৃষ্টি বলেন, দেশের ৬৪ জেলায় সেল করছেন তার পণ্য সামগ্রী তবে বেশি সেল হয় ঢাকার শহরে।