শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন

অডিও’র সত্যতা পেলে ডা. মুরাদের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

কুষ্টিয়ার সময় ডেস্ক / ২৯৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১, ৩:৪২ অপরাহ্ন

তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসানের বক্তব্য নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিএনপির শীর্ষস্থানীয় একজন নেতার কন্যাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। একই সঙ্গে সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে একাধিক অডিও ক্লিপ। যা তথ্য প্রতিমন্ত্রীর বলে দাবি করছেন অনেকে।

এসব বক্তব্য ও অডিও সত্য হলে বিষয়টি আওয়ামী লীগের দলীয় ফোরমে আলোচনা হবে বলে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
তিনি ডয়েচ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রীর কাছ থেকে এই ধরনের বক্তব্য কোনভাবেই কাঙ্খিত নয় বলে দাবি করেন হানিফ। একই সঙ্গে জাইমা রহমানকে নিয়ে করা তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’ বলেন তিনি।

ডয়েচ বাংলাকে হানিফ বলেন, আমি তার (ডা. মুরাদ) দেওয়া বক্তব্যটি পুরোটা শুনিনি। তবে যেটুকু শুনেছি আমি ব্যক্তিগত ভাবে মনে করি সেটি একেবারেই ‘অগ্রহণযোগ্য’। এটি অনাকাঙ্ক্ষিত। আমরা তার বক্তব্য এবং যেগুলো অডিও ক্লিপ পেয়েছি সেগুলো যদি সত্য হয় তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবো।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর