বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:২১ অপরাহ্ন

হত্যা মামলা তুলে নিতে ভয়ভীতি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

কুষ্টিয়ার সময় প্রতিবেদক / ৯৬ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ৫:৪৭ অপরাহ্ন

সম্প্রতি গেলো ১৮ মে ধানের মাঠ থেকে ইউনুস আলী নামে এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা করে ভুক্তভোগী পরিবার। মামলায় ১৫ জনের নাম উল্লেখ সহ ছয়জনকে অজ্ঞাত আসামি করে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার। ওই হত্যা মামলায় জামিনে থাকা আসামীদের বিরুদ্ধে হত্যা ও মিথ্যা মামলায় ফাঁসানো ও হুমকির অভিযোগ তুলে প্রশাসনের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা সহ জান-মাল রক্ষার দাবি করে সংবাদ সম্মেলনে করেছেন ভুক্তভোগী মো.রাসেল পারভেজের পরিবার।

সোমবার (১৫) জুলাই কুমারখালী প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী রাসেল পারভেজ ও তার পরিবার।

নিহত ইউনুস আলীর ছেলে রাসেল পারভেজ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলেন, কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নে গেলো ১৮ মে সকালের দিকে ধানের মাঠ থেকে মুক্তার হোসেনসহ তার বেশ কয়েকজন লোকজন মিলে ইউনুস আলীকে নিশংসভাবে কুপিয়ে হত্যা করে। এঘটনায় তার দুই ছেলে আহত হন। পরে ১৫ জনের নাম উল্লেখসহ ৬ জনকে অজ্ঞাত আসামি করে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার যার মামলা নং-১৩।

সম্প্রতি এই হত্যা মামলার আসামি মসলেম ওরফে মছো, শফিকুল শেখ, কুদ্দুস শেখ, ফরিদ শেখ, রবিউল ইসলামসহ ৭ জন আসামি জামিনে বের হয়ে স্থানীয় ইউপি সদস্য আমিরুলের সহায়তায় মামলা তুলে নিতে ভয়ভীতি দেখাচ্ছে বলে লিখিত বক্তব্য অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নিহতের পরিবার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর