ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশন সিএসসি মারা গেছেন।
তাঁর বয়স হয়েছিল ৬১। কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিল রবি পিউরিফিকেশন। অল্প ক’দিনের ব্যবধানে সুস্থ হয়ে মহম্মদপুর আসাদ এভিনিউয়ে কলেজ ক্যাম্পাসের বাড়িতে ফিরেছিলেন। অপরাপর শিক্ষকদের সঙ্গে ছুটির ফাঁকে আলাপ করেছিলেন এইচএসসি ও এসএসসি পরীক্ষা প্রসঙ্গে। অনলাইন ক্লাস নিয়েও নিয়মিত বৈঠক করতেন শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে। এ অবস্থায় ক’দিন আগে হঠাৎ করে অসুস্থ বোধ করলে তাঁকে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টায় পরলোকগমন করেন স্বপ্নদ্রষ্টা শিক্ষাবিদ ব্রাদার রবি পিউরিফিকেশন সিএসসি।
সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজ সূত্র জানিয়েছে, তিনি কিডনি ও প্যানক্রিয়াস জটিলতায় ভুগছিলেন। ১৯৫৯ সালের ২ রা মে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নাগরীতে জন্ম নেন রবি পিউরিফিকেশন। সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ছাড়াও মাদকাসক্ত নিরাময় ও পুণর্বাসন কেন্দ্র-বারাকা ও আপনের পরিচালক ছিলেন তিনি। এছাড়া ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট গ্রেগরি ও বান্দুরা হলিক্রসের প্রধান শিক্ষকের দায়িত্বও পালন করেছেন ব্রাদার রবি। মৃত্যুকালে তিনি মা, আত্মীয়স্বজন, অসংখ্যা শিক্ষার্থী, গুণগ্রাহী রেখে গেছেন।
সেন্ট যোসেফ কলেজের শিক্ষক সুদেব পাল জানান, নিষ্ঠাবান এই শিক্ষকের মরদেহ সকাল ৯টায় মহম্মদপুরে আসাদ এভিনিউয়ে সেন্ট যোসেফ ক্যাম্পাসে রাখা হবে। সেখানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি স্মৃতিচারণ করবেন। এর আগে খুব সকালে গাজীপুরের কালীগঞ্জে নেয়া হবে নিজ বাড়িতে। দুপুর ১.৩০টায় সেন্ট গ্রেগরিতে নেয়া হবে শ্রদ্ধা নিবেদনের জন্য। বিকেল সাড়ে পাঁচটায় তাঁকে ওয়ারি, নারিন্দাতে সমাহিত করা হবে। বিভিন্ন সময়ে ভালো রেজাল্টের জন্য আলোচিত সেন্ট যোসেফের এই শিক্ষাবিদকে নিয়ে আবেগময় স্মৃতিচারণ করেছেন প্রথম আলোর আলোকচিত্রি সাবিনা ইয়াসমিন।
একুশে টেলিভিশনের হেড অফ ইনপুট ড. অখিল পোদ্দার তাঁর ফেসবুকে লিখেছেন, ‘‘স্বপ্নচারী শিক্ষাবিদ ঢাকার সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশন সন্ধ্যায় মারা গেছেন। সমকালীন শিশুদের শিক্ষাব্যবস্থা নিয়ে উনার বহুমাত্রিক পরিকল্পনা, বাস্তবায়ন আর স্বপ্নের প্রাসঙ্গিকতা জাতি বহুদিন মনে রাখবে। সর্বাগ্রগণ্য এই শিক্ষাকারুকৃৎ মহাকালের আদিঅন্তহীনতায় সমর্পিত। তাঁর অবিনাশী সত্তার প্রতি গভীর শ্রদ্ধা।’’ সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষিকা এলিজাবেথ লাবণ্য হার্ণি নিজের ফেসবুক পেজে অভিভাবক অধ্যক্ষ রবি পিউরিফিকেশনের মৃত্যুতে প্রকাশ করেছেন গভীর শ্রদ্ধা-মমত্ববোধ।