বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০২:৪৬ পূর্বাহ্ন

সরকারি কর্মকর্তাদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা

অনলাইন ডেক্স / ৫৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ন

কঠোর নীতি বাস্তবায়ন করতে যাচ্ছে পাকিস্তান সরকার। দেশটির সরকারি কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে লাগাম টানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি তথ্য ফাঁস হওয়া রোধে এ ধরনের পদক্ষেপের কথা বলছেন নীতিনির্ধারকরা।

জানা গেছে, অনুমতি ছাড়া পাকিস্তানে সামাজিক যোগযোগমাধ্যম ব্যবহার করতে পারবেন না দেশটির সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সরকারি তথ্য ফাঁস হওয়া রোধে দেশটির সরকার এ পদক্ষেপ নিয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পাকিস্তানের সরকারের একটি অফিস আদেশ অনুসারে, সরকারি কর্মচারী বিধিমালা, ১৯৬৪-এর অধীনে নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। আদেশ অনুসারে, সরকারি কর্মচারীরা অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মতামত বা বক্তৃতা শেয়ার করতে পারবেন না। এই আদেশ না মানলে এবং নির্দেশনা লঙ্ঘন করা হলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর