বিশ্ব ‘মা’ দিবস! ‘মা’ ডাকার মধ্যে কি যে এক অফুরন্ত শান্তি সেটি যার ‘মা’আছে সেই একমাত্র অনুভব করতে পারে! একজন ‘মা’ তার সন্তানের জন্য যে কতো বড় শক্তি সেটি যার ‘মা’ নেই সেই একমাত্র উপলব্ধি করতে পারে।
পৃথিবীতে মায়ের থেকে বড় যোদ্ধা আর কেউ নেই! পৃথিবীতে মায়ের চাইতে বেশি ত্যাগী দ্বিতীয়টি নেই! পৃথিবীতে মায়ের চাইতে বেশি সাহসী কেউ নয়! ‘মা’ এমন একটি সম্পর্ক যেখানে ভালোবাসা আর বিসর্জন ব্যাতীত আর কিছু নেই! ‘মা’ প্রতিটি সন্তানের সর্বশেষ আশ্রয়স্থল ও সর্বশেষ ঠিকানা!
“একজন সাধারণ মানুষের যেখানে শেষ একজন সৈনিকের সেখান থেকে শুরু। একজন সৈনিকের যেখানে শেষ একজন কমান্ডোর সেখান থেকে শুরু।” মা তেমনি এক কমান্ডো যে কিনা সন্তান যেখানে শেষ করে মা সেখান থেকে শুরু করে!
‘মা’এমনি এক নাম যার কামনায় শুধুমাত্রই সন্তান! ‘মা’এমনি একজন যার সকল চাওয়া তার সন্তানের জন্য।
‘মা’এমনি এক অক্সিজেন যেটি সন্তানকে সকল প্রতিকূলতা কে হার মানিয়ে দেয়! ‘মা’এমনি এক ছায়া যেখানটায় সন্তান সর্বাধিক নিরাপদ। ‘মা’ এমন এক মহামূল্যবান সম্পদ, যার ‘মা’ আছে সে কখনোই গরীব নয়। ‘মা’ এমনি এক বিষ্ময়কর যে বিষ্ময় ভাঙার সাধ্য কারোর নেই! পৃথিবীতে ‘মা’ একমাত্র ব্যক্তি যে কিনা সন্তানের জন্য যেকোনো ভূমিকায় আবির্ভূত হতে পারে। পৃথিবীতে তোমার হাজার হাজার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী থাকবে, কিন্তু সবশেষে তুমি একজন মানুষকেই খুঁজে পাবে।
যাকে তুমি শত সহস্র আঘাত দেওয়ার পরেও সে শুধু তোমার ভবিষ্যৎ নিয়েই ভাবে, আর তিনি হলেন ‘মা’। ‘মা’ হচ্ছে সন্তানের জন্য আদর্শ নিকেতন সন্তানের অপরিহার্য্য পুস্তক যে পুস্তক সন্তানকে অবুঝ, নির্বোধ থেকে মানুষ করে গড়ে তোলে। ‘মা’ একজন মহাবিঙানী যে কিনা সন্তানকে মুহূর্তেই আবিষ্কার করে ফেলতে পারে।
‘মা’ একজন পরম বন্ধু যেখানে নির্ভয়ে অকোপটে সবকিছু বলে দেওয়া যায়! একজন ‘মা’ ধৈর্য্যের পীড়ামিড যে কিনা হাসিমুখে সকল জ্বালাতন বরণ করে নেয়! ‘মা’ এমনি এক অপেক্ষা যে কিনা সন্তানের জন্য আমৃত্যু একটি কামনাই করে, ‘ওরে খোকা আয় ফিরে আয়……. ‘
‘মা’ তোমাকে মনে করতে দিবসের কোনো প্রয়োজন নেই বরং তুমি আমার বেচেঁ থাকার অক্সিজেন ! তোমার জ্ঞান, দয়া, মায়া শক্তি আমার বেছেঁ থাকার অণুপ্রেরণা! শুভ ‘মা’ দিবস!
লেখক:শিবলী মাহাদী, কলামিষ্ট