আগামী ১০ জুন শুক্রবার কুষ্টিয়ায় বসবে জনপ্রিয় রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার ‘কুষ্টিয়া’ অঞ্চলের প্রাথমিক বাছাই আসর। এতে অংশ নিবে বিভিন্ন জেলার শিল্পীরা যারা নিবন্ধনের সময় অংশ নিতে ইচ্ছুক সংস্কৃতির জনপদ কুষ্টিয়ার ভেন্যুতে।
মাছরাঙা টেলিভিশনে ফোক গানের প্রতিযোগিতার এই চতুর্থ আসরে বাংলা গান গেয়ে অংশ নিতে পারবেন বিদেশিরাও। সারাদেশে চলছে নিবন্ধন, শেষ হবে ২৬ মে বৃহস্পতিবার। কুষ্টিয়ায় নবনির্মিত অত্যাধুনিক শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে বাছাইপর্ব। রাজধানী থেকে আসা বিচারকদের পাশাপাশি বিচারকাজে অংশ নিবেন স্থানীয় বিচারকেরাও। মূল পর্বে বিচারক হিসাবে থাকছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী বাউল শফি মন্ডল, শাহনাজ বেলী এবং আরিফ দেওয়ান।
বিশ্বব্যাপী বাংলার বাউল সংগীতের প্রসারে সান ফাউন্ডেশনের উদ্যোগে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ওরাল কেয়ার ব্যান্ড ‘ম্যাজিক’ এর পৃষ্ঠপোষকতায় মাছরাঙা টেলিভিশনে পরিবেশিত হবে ‘ম্যাজিক বাউলিয়ানা’। সাইফুল ইসলামের প্রযোজনায় ম্যাজিক বাউলিয়ানার শুরু থেকে শেষ সম্প্রচারিত হবে দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল মাছরাঙা’র পর্দায়। পাওয়া যাবে ইন্টারনেট দুনিয়াতেও। www.magicbauliana.com.bd -তে অথবা ফোনে ০৮০০০৮৮৮০০০ ডায়াল করে অংশগ্রহণে আগ্রহিরা নিবন্ধন করতে পারবেন। কুষ্টিয়ায় প্রতিযোগিতার দুয়ার খুলবে আসছে জুনের ১০ তারিখ সকাল ৮ টায়।