জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন মাইটিভির প্রতিভা অন্বেষণমূলক রিয়েলিটি শোয়ের ষষ্ট রাউন্ডে জায়গা করে নিয়েছেন কুষ্টিয়ার খোকসার মিরোজ খান। দেশের তৃণমূল পর্যায় থেকে সংগীত প্রতিভা তুলে আনতে মাইটিভি চালু করেছে গানে গানে সেরা ২০২১ নামের রিয়েলিটি শো।
মিরোজ খানের জন্ম খোকসার আমবাড়িয়া গ্রামের এক দরিদ্র পরিবারে। ছোটবেলা থেকেই গান করেন তিনি। সেই লক্ষে খালি গলায় গান জমা দিয়ে মাইটিভির এ শোতে রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। বিচারকদের মন জয় করে একে একে ৫ রাউন্ড শেষ করে অর্জন করেছেন গোল্ডকার্ড। স্বীকৃতিস্বরুপ পাচ্ছেন ষষ্ট রাউন্ডে পারফর্ম করার। এবার তিনি সরাসরি মাইটিভির পর্দায় পারফর্ম করতে পারবেন।
তবে সেরাদের সেরাতে অবস্থান নিয়েও দুশ্চিন্তায় খোকসার এই কৃতী সংগীত প্রতিভা। এই শোতে অংশ নিতে দুই মাস অবস্থান করতে হবে ঢাকায়। কিন্তু এই অর্থ তার দরিদ্র পরিবারের বহন করা সম্ভব নয়। তাই সেরাদের সেরাতে গিয়েও কপাল থেকে যাচ্ছে না চিন্তার ভাঁজ।
এ ব্যাপারে তার প্রতিভা বিকাশের জন্য চান বিত্তবানদের সহায়তা চেয়েছেন খোকসার এই আলোকিত সন্তান।