রবিবার, ২৮ মে ২০২৩, ০৭:২৯ অপরাহ্ন

মহাজোট থেকে নির্বাচনের জন্য প্রস্তুত ইনু, আওয়ামী লীগ নেতারা চান দলের প্রার্থী

কুষ্টিয়ার সময় অনলাইন / ৩৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ১ মে, ২০২৩, ২:১৬ পূর্বাহ্ন

২০০৮ সালের নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন। হানিফ সে সময় মনোনয়ন বঞ্চিত হয়। এসব নিয়ে স্থানীয় আওয়ামী লীগের সাথে জাসদের টানাপোড়েন তৈরি হয়, যা চলে আসছে। ভেড়ামারায় জাসদের শক্ত অবস্থান আছে। মিরপুর উপজেলাতেও দলটির নেতা-কর্মি ও সমর্থক আছে। তবে সাংগঠনিকভাবে ভেড়ামারার তুলনায় মিরপুরে দূর্বল। যার প্রমাণ মেলে সর্বশেষ পৌর ও ইউপি নির্বাচনে। ভেড়ামারা পৌরসভা ও চাঁদগ্রামে ইউনিয়নে জয়ী হয় জাসদ। তবে আগের থেকে জাসদের জনপ্রতিনিধি কমেছে। এখন সেগুলো আওয়ামী লীগের দখলে।

ভেড়ামারা উপজেলা জাসদের সাধারন সম্পাদক আনসার আলী বলেন, আগে কিছুটা ঝামেলা থাকলেও আওয়ামী লীগের সঙ্গে জাসদের সম্পর্ক ভাল। জাসদ আগের তুলনায় সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে ইনু ভাই এ আসন থেকে নির্বাচন করার জন্য প্রস্তুত আছেন। ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি হানিফের বড় ভাই রফিকুল আলম চুনু আর সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র শামীমুল ইসলাম ছানা। আর জেলা জাসদের সাধারন সম্পাদক আব্দুল আলীম স্বপনের বাড়ি এ উপজেলায় হওয়ায় তিনি জাসদের নেতৃত্ব দেন।

  • প্রকাশ্যে একে অন্যের বিরোধী হলেও ভেতরে ভেতরে ভাল সম্পর্ক আছে কয়েকজনের। মাটি-বালুর কমিশনসহ নানা ভাগাভাগিতে রাতে একে টেবিলে বসেন তারা। তবে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দুই দলের নেতাদের দা-কুমড়া সম্পর্ক বিরাজমান। আধিপত্য বিস্তার নিয়ে গত বছর চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমানকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে জাসদের নেতা-কর্মিরা। জাসদ নেতা আব্দুল আলিম স্বপনের ভাই ইউপি চেয়ারম্যান আব্দুল হাফিজ তপনসহ নেতা-কর্মিদের আসামী করে মামলা করা হয়। মামলায় স্বপন-তপনসহ জাসদ নেতা-কর্মিদের আসামী করে মামলার পর রাজনীতিতে দুই দল প্রকাশ্যে বিবাদে জড়িয়ে পড়েন। জাসদ নেতা-কর্মিদের বাড়ি-ঘরে হামলা চালিয়ে লুটপাট ও ভাংচুর করা হয়। পাল্টাপাল্টি সমাবেশ করে আক্রমণ করেন দল দুটির নেতারা।

উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামীমুল ইসলাম ছানা বলেন, আমরা আওয়ামী লীগের রাজনীতি করি। আমাদের ভোট করার স্বপ্ন আছে। আমি নিজেই মনোনয়ন চাইতে পারি। জাসদ বা ইনু সাথে সমন্বয় করার কোন ইচ্ছা আমাদের নেই উপজেলা। আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনও ইনুকে প্রার্থী হিসেবে চান না। তাদের অনেকে মাহবুবউল আলম হানিফকে এ আসনে ফের প্রার্থী হিসেবে চান। ভেড়ামারার সন্তান কুষ্টিয়া মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নাগরিক কমিটির সভাপতি ডা: এসএম মুস্তানজীদ প্রচারনা চালিয়ে যাচ্ছেন নানা সামাজিক কর্মকান্ডের মাধ্যমে।

মুস্তানজীদ নির্বাচন করার ব্যাপারে বিষয়ে আগ্রহ প্রকাশ করে বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। দীর্ঘদিন থেকে এলাকার মানুষের সেবা করে আসছি। আগ্রহ আছে নির্বাচন করার। নির্বাচন করলে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করব। তবে জাসদ তাকে গোনায় ধরছে না। জাসদের অনেকে মনে করেন ইনুকে ডিস্ট্রাব করতেই মুস্তানজীদকে দিয়ে খেলানো হচ্ছে। ডা. মুস্তানজীদের পাশাপাশি কুষ্টিয়া মেডিকেল কলেজের আরেক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডা. ইফতেখার মাহমুদ নির্বাচন করার জন্য মাঠে আছে বেশ কয়েক বছর ধরে। তিনি ফ্রি মেডিকেল ক্যাম্প, গরীব-দুস্থদের মাঝে সহযোগিতা, শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানসহ নানা সামাজিক কর্মকান্ড করে সাড়া ফেলেছেন। এদিকে মিরপুর উপজেলায় আওয়ামী লীগ ও জাসদ নেতাদের মধ্যে দূরত্ব অনেক। ভেড়ামারায় দুই দলের নেতারা মাঝে মধ্যে এক টেবিলে বসলেও মিরপুরে এ চিত্র চোখে পড়ে না। মিরপুরের নেতারা চান ইনুর পরিবর্তে আওয়ামী লীগের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হোক। এখানে দুই দলের জটিল সমীকরন।

সর্বশেষ উপজেলা, পৌরসভা ও ইউপি নির্বাচনে মিরপুরে জাসদের ভরাডুবি হওয়ার কারণে দ্বন্দ্বে আলাদা মাত্রা যোগ হয়েছে। আগে জাসদের বেশ কয়েকটি ইউনিয়নে জনপ্রতিনিধি থাকলেও এবার তা শুন্য। সর্বশেষ স্থানীয় সরকারের তিনটি নির্বাচন নিয়ে আওয়ামী লীগ-জাসদ মুখোমুখি অবস্থান নেয় এ উপজেলায় সংঘর্ষ হয় একাধিকবার। পুড়িয়ে দেওয়া হয় নির্বাচনী ক্যাম্প ও মটর সাইকেল। মামলা হয় একাধিক। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুইবারের উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন জাসদ বিরোধী শক্ত প্রতিদ্বন্দ্বী নেতা হিসেবে পরিচিত।

জাসদের প্রার্থীদের ধরাশায়ী করে দলীয় প্রার্থীদের জয়ী করতে কামারুলের শক্ত অবস্থান ছিল বলে মনে করেন জাসদের নেতা-কর্মীরা। যার ফলে উপজেলা ও ইউপি নির্বাচনে প্রার্থী দিয়ে সুবিধা করতে পারেননি জাসদ, উল্টো মাঠ ছাড়তে হয়েছে তাদের। উপজেলা আওয়ামী লীগের নেতাদের বেশির ভাগ মনে করেন, জাসদ তাদের ওপর ভর করে নির্বাচনী জয়ী হয়ে আসছে। ভোটের পর জাসদ নেতারা তাদের আর মূল্যায়ন করেন না। এমনকি কোন সুযোগ-সুবিধা আওয়ামী লীগ নেতা- কর্মীরা পায় না। এবার এ বিষয়ে শক্ত অবস্থানে যাওয়ার ঘোষনা তাদের। অনেকে মনে করেন, মিরপুর ও ভেড়ামারা দুই উপজেলাতেই কামারুল আরেফিনের শক্ত অবস্থান ও জনপ্রিয়তা থাকায় তাকে নিয়ে জাসদের অনেকের ভীতি আছে। তারা মনে করেন কামারুলকে বশ করতে পারলে অন্য নেতাদের সহজে ম্যানেজ করা যাবে।

মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন বলেন, শেখ হাসিনার হাত ধরে ভেড়ামারা-মিরপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে। তবে একটায় কষ্ট স্বাধীনতার পর নানা কারণে এ আসন থেকে আওয়ামী লীগের কেউ এমপি হতে পারেনি। তাই আমাদের দলের নেতা-কর্মীদের দাবি আগামী নির্বাচনে দলের নেতাদের মনোনয়ন দেওয়া হোক।

মিরপুর উপজেলা জাসদ সভাপতি আহম্মদ আলী বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যে আওয়ামী লীগের সাথে জাসদের কিছুটা দূরত্ব বেড়েছে। সব দলেই বিভক্তি আছে, থাকবে। স্থানীয়ভাবে কিছুটা সমস্যা থাকলেও নির্বাচন সামনে সেটা দূর হয়ে যাবে।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেন, আমার সময়ে দুই উপজেলার মানুষ শান্তিতে ঘুমাতে পারে, পাকা সড়কে চলতে পারে। স্কুল-কলেজের উন্নয়ন হয়েছে। এলাকার মানুষের কর্মসংস্থানের জন্য আগামীতে অর্থনৈতিক জোন করার উদ্যোগ নেওয়া হয়েছে। মহাজোট ঐক্যবদ্ধ আছে, অতীতের যেকোনো সময়ের তুলনায় আওয়ামী লীগের সাথে ভাল সম্পর্ক বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...

ইলেকট্রনিক-ভোটিং-মেশিনে-ইভিএম-ভোট-প্রদান-প্রক্রিয়া- বাংলাদেশ নির্বাচন কমিশন

Archives

SatSunMonTueWedThuFri
  12345
6789101112
2728293031  
       
1234567
2930     
       
    123
45678910
       
    123
25262728   
       
21222324252627
28293031   
       
     12
31      
   1234
19202122232425
2627282930  
       
1234567
293031    
       
     12
24252627282930
       
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
       
      1
2345678
9101112131415
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
 123456
14151617181920
21222324252627
28293031   
       
      1
2345678
9101112131415
30      
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
       
   1234
567891011
12131415161718
262728    
       
22232425262728
293031    
       
  12345
27282930   
       
      1
16171819202122
3031     
    123
11121314151617
       
 123456
78910111213
14151617181920
28293031   
       
   1234
567891011
19202122232425
2627282930  
       
1234567
15161718192021
293031    
       
     12
3456789
       
  12345
2728293031  
       
  12345
6789101112
13141516171819
2728     
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
       
282930    
       
     12
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
293031    
       

ইলেকট্রনিক-ভোটিং-মেশিনে-ইভিএম-ভোট-প্রদান-প্রক্রিয়া- বাংলাদেশ নির্বাচন কমিশন

এক ক্লিকে বিভাগের খবর