বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৩:০২ পূর্বাহ্ন

মনোনয়ন বৈধ,জর্জের বিপক্ষে লড়বেন আব্দুর রউফ!

কুষ্টিয়ার সময় প্রতিবেদক / ৩৬৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৪:৩৯ অপরাহ্ন

কুষ্টিয়া ৪ (কুমারখালী-খোকসা) আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফের মনোনয়নপত্র আপিল শুনানিতে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার (১১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়ার সময়কে বলেন, আপিলে মনোনয়নপত্র বৈধ বলে প্রার্থীতা ফিরে পেয়েছি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে বিপুল ভোটে জয়লাভ করব। জনগণ আমার পাশে রয়েছে।

গত ৪ ডিসেম্বর ক্রেডিট কার্ডে কিছু ঋণ থাকায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক এহেতেশাম রেজা।পরে তিনি প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন।

এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ  জাসদের রোকনুজ্জামান, জাতীয় পার্টির আইনউদ্দিন প্রতিদ্বন্দ্বী করছেন।

আব্দুর রউফ কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য। তিনি ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর