বিএনপি‘র রাজশাহী জেলা শাখার আহবায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক বঙ্গবন্ধু কন্যা,প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদের আয়োজনে সোমবার (২২ মে) বিকাল ৪ টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কে বিক্ষোভ মিছিল টি প্রায় ৫০ কিলোমিটার প্রদক্ষীন করেন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন,দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ আহমেদ মামুন,মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন,মথুরাপুর ইউপি চেয়ারম্যান মনোয়ার কবীর মিন্টু,প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান,বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস,যুবলীগ নেতা আব্দুর রশিদ, আতিকুর রহমান সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন,বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন।তাদের প্রধান তারেক রহমান থেকে শুরু করে আবু সাইদ চাঁদ সবার চরিত্র এক।মাননীয় প্রধানমন্ত্রীকে প্রকাশ্য জনসভায় কবরে পাঠানোর হুমকি সেটাই প্রমাণ করে। বক্তারা অবিলম্বে সন্ত্রাসী আবু সাইদ চাঁদকে গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।এরপর প্রায় সহশ্রাধিক মোটর সাইকেল নিয়ে বিক্ষোভ মিছিলটি মথুরাপুর,আদাবাড়িয়া,প্রাগপুর,রামকৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্রদক্ষীন করেন।
You must be logged in to post a comment.