বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন

প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘শুভ জন্মদিন’ লিখে পোস্ট, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ৯৬ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেসবুকে পুরনো ছবিসহ ‘শুভ জন্মদিন’ লিখে পোস্ট দেওয়ায় কুষ্টিয়ার কুমারখালীতে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশ বলছে, গত ২৪ আগস্ট থানায় রুজুকৃত একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতার নাম জাহাঙ্গীর হাসান (৩১)। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং উপজেলার সদকী ইউনিয়নের মৃত সাদেক আলীর ছেলে।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিজয় মিছিলে হামলার অভিযোগে ২৪ আগস্ট বাদী হয়ে থানায় একটি মামলা করেন সমন্বয় আসাদুজ্জামান আলী। মামলায় উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদসহ ২৪ জন আওয়ামী লীগ নেতা-কর্মীদের আসামি করা হয়। এছাড়াও অজ্ঞাতপরিচয়ে আসামি করা হয় ১০-১৫ জনকে। ওই মামলায় ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুমারখালী থানার উপ-পরিদর্শক বিপ্লব বিশ্বাস বলেন, ২৪ আগস্ট থানায় দায়েরকৃত মামলায় জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর