বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন

নিষিদ্ধ সংগঠন ইবি ছাত্রলীগের সহ-সভাপতি মামুন গ্রেফতার!

অনলাইন ডেক্স / ৬০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ২:৫২ অপরাহ্ন

কুষ্টিয়ায় ০৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার দায়ে অভিযুক্ত ইবি ছাত্রলীগের সহ-সভাপতি মো. মামুন অর রশিদ গ্রেফতার। আজ ৩১ ডিসেম্বর কুষ্টিয়া চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে তার আইনজীবী জামিনের জন্য আবেদন করলে বিজ্ঞ আদালত তা না মঞ্জুর করে এবং তাকে জেল হাজতে প্রেরণ করেন।

গত ০৫ আগষ্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আরমান মীর (২৫) নামে এক যুবক বাদি হয়ে মামলাটি করেন সেই মামলার ১৮ নম্বর আসামি মামুন অর রশিদ রবি। এছাড়াও কুষ্টিয়া-৩ আসনের সাবেক এমপি মাহবুব উল আলম হানিফকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় গত ৩০ অক্টোবর একটি মামলা দায়ের করেন।

সেই মামলায় অদ্য ৩১ ডিসেম্বর কুষ্টিয়া চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে তার আইনজীবীর মাধ্যমে জামিনের জন্য আবেদন করেন। বিজ্ঞ আদালত তার জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর