বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ইবি প্রশাসনের মামলা

অনলাইন ডেক্স / ৩৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫, ৬:২১ অপরাহ্ন

পরীক্ষা দিতে এসে আটক হওয়া ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পক্ষে বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান মামলা করেন।

গতকাল সোমবার পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইবি শাখার সহ-সভাপতি মামুন অর রশিদ। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মধ্য থেকে প্রক্টরিয়াল বডি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ইবি থানায় সোপর্দ করে। তার বিরুদ্ধে প্রকাশ্যে জুলাই আন্দোলনের বিরোধীতা ও আন্দোলনকারী শিক্ষার্থীদের হুমকি দেওয়া এবং আন্দোলন পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানোর অভিযোগ রয়েছে।

ইবি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন,‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা দিয়েছে। থানায় মামলা রুজু করা হয়েছে। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে ৷’

এরআগে গত ৩০ অক্টোবর কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আহত আরমান মীর সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় করা মামলায় ১৮ নম্বর আসামি মামুন অর রশিদ। গত ৩১ ডিসেম্বর ওই মামলায় হাজিরা দিতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর পরবর্তীতে ৭ জানুয়ারি সে জামিন পায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর