রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৪ পূর্বাহ্ন

দৌলতপুরে প্রাণিসম্পদ সেবাসপ্তাহ প্রদর্শনীর উদ্বোধন

মানজারুল ইসলাম খোকন,দৌলতপুর / ৪৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৭:৫৭ অপরাহ্ন

প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য কুষ্টিয়ার দৌলতপুরে প্রাণিসম্পদ সেবাসপ্তাহ ও দিনব্যাপী প্রাণী প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

১৮ এপ্রিল, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় দৌলতপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ প্রাণিসম্পদ সেবাসপ্তাহ ও প্রদর্শনীর ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড এজাজ আহমেদ মামুন।

অতিথিবৃন্দ মেলার স্টল ও আগত বিভিন্ন খামারিদের পালন করা উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, কবুতর ও দৃষ্টিনন্দন পাখি পরিদর্শন করেন ও প্রান্তিক খামারিদের সাথে কুশল বিনিময় করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন
আরও বক্তব্য রাখেন,ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল ইসলাম প্রমুখ।

উপজেলা প্রাণিসম্পদ এলইওডা. নাজমিন নাহার এর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল ইসলাম বলেন, আজকের মেলার মূল উদ্দেশ্য হচ্ছে, আমিষ, মাংস, দুধ ও ডিমে সমৃদ্ধ হওয়া। ইতিমধ্যে আমরা মাংস ও ডিমে সমৃদ্ধ হয়েছি এখন দুধ এরজন্য কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, দিনব্যাপী এ প্রাণী প্রর্দশনীতে ৩০ টি স্টলে উপজেলার বিভিন্ন প্রান্তিক খামারিরা তাদের উন্নত জাতের গরু, মহিষ, ছাগলসহ বিভিন্ন গবাদি পশু ও গৃহপালিত প্রাণী প্রদর্শন করেছেন।উপজেলা প্রাণীসম্পদ অধিদফতর সবসময় প্রান্তিক খামারিদের পরামর্শ ও সেবা দিয়ে যাচ্ছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর