বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন

দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ দুই যুবক আটক

মানজারুল ইসলাম খোকন, দৌলতপুর / ১৮৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ৩:৫২ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও ১৩ রাউন্ড গুলি সহ সুমন (২৬)  ছোটন (২২) নামে চাচাতো দুই ভাইকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ কৈপাল এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান সুটার গান ও ১৩ রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করা হয়।

আটক যুবকরা দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন চড়ইকুড়ি এলাকার তারু মন্ডলের ছেলে সুমন ও চারু মন্ডলের ছেলে ছোটন। তারু মন্ডল ও চারু মন্ডল আপন দুই। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবীর অস্ত্র ও গুলিসহ দুই যুবক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে হোসেনাবাদ কৈপাল এলাকাতে আটক করা হয়েছে। এরা অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত বলে পুলিশ নিশ্চিত করেছে।

অস্ত্র ও গুলিসহ দুই যুবক আটকের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবীর বলেন, অস্ত্র ও গুলিসহ আটক আসামিদের বিরুদ্ধে দৌলতপুর থানার অস্ত্র আইনে মামলা হয়েছে। আজ বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর