করোনাভাইরাসের টিকার নিবন্ধনের জন্য ‘সুরক্ষা’ নামের অ্যাপটি ৪ ফেব্রুয়ারি থেকে গুগল প্লে স্টোরে মিলবে।
রবিবার রাজধানীর মহাখালীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে তাদের এ কথা জানানো হয়েছে। অনলাইনে ‘সুরক্ষা’ অ্যাপে যারা নিবন্ধন করতে পারবেন না, তাদের জন্য বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার টিকাকেন্দ্রে আইসিটি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দল উপস্থিত থাকবেন। কোনো ব্যক্তি চাইলে সেখানে উপস্থিত হয়ে নিবন্ধন করে নিতে পারবেন। ওই প্রতিনিধি দল তাদের নিবন্ধনে সহায়তা করবে।
মহাপরিচালক বলেন, এভাবে ১০০ জনের নিবন্ধন হওয়ার পর তাদের টিকাদানের তারিখ দেওয়া হবে। কারণ একটি ভায়ালে ১০০ ডোজ টিকা থাকে। একটি বাক্সখোলা হলে তখন ওই বাপের সবগুলো টিকাই ব্যবহার করতে হবে। এ কারণে একশ মানুষের নিবন্ধন হওয়ার পর তাদের একসঙ্গে টিকা দেওয়া হবে।
জানা গেছে, করোনাভাইরাসের টিকা পেতে নিবন্ধন করতে হবে ‘সুরক্ষা’ অ্যাপে। স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই এবং তথ্যপ্রযুক্তি বিভাগ এই অ্যাপটি তৈরির কাজ শেষ করে এনেছে। ‘সুরক্ষা’ অ্যাপে ভোটার আইডি কার্ড দিয়ে নিবন্ধন করতে হবে।
এই কার্যক্রমের সঙ্গে যুক্ত সংশ্নিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, অ্যাপটি সবার জন্য উন্মুক্ত থাকবে। স্মার্ট মোবাইল ফোনে অ্যাপটি ডাউনলোড করে প্রত্যেক ব্যক্তি নিজ থেকেই নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের জন্য ফোন নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর, নাম, জন্মতারিখ, অন্য কোনো শারীরিক জটিলতা আছে কিনা, পেশা ইত্যাদি বিস্তারিত তথ্য প্রদান করতে হবে। প্রত্যেক ব্যক্তি করোনাভাইরাসের দুই ডোজ করে টিকা পাবেন। প্রথম ও দ্বিতীয় ডোজের বিস্তারিত তথ্য অ্যাপের মাধ্যমে জানা যাবে।