সংবাদ ও বিনোদন ভিত্তিক দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন গাজী টেলিভিশন’র (জিটিভি) কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক কাজী মাজহারুল ইসলাম (কাজী সাইফুল)। গত ৩ অক্টোবর জিটিভি’র সহকারী মহাব্যবস্থাপক কর্তৃক স্বাক্ষরিত এ নিয়োগপত্র ও পরিচয়পত্র তার হাতে তুলে দেন জিটিভি’র হেড অব নিউজ ইকবাল করিম নিশান।
সাংবাদিক কাজী সাইফুল স্থানীয় দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গ্লোবাল টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেন।
জিটিভিতে নিয়োগ প্রদান করা সাংবাদিক কাজী সাইফুল টেলিভিশনটির সহকারী মহাব্যবস্থাপক ও হেড অব নিউজ ইকবাল করিম নিশানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়াও তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
যা দেখতে চান পাবেন স্লোগানে ১২ জুন, ২০১২ জিটিভি সম্প্রচার যাত্রা শুরু করে। এ টেলিভিশন সংবাদ, নাটক, চলচ্চিত্র, খেলাধুলা, টকশোসহ বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করে দর্শক প্রিয়তা অর্জন করেছে।