কুষ্টিয়ায় জমকালো আয়োজনের মধ্যেদিয়ে বে-সরকারি টিভি চ্যানেল মোহনা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার বিকেল ৪ টায় কুষ্টিয়া প্রেসক্লাব চত্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মোহনাটিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি মিলন খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জেলা প্রশাসক এহেতেশাম রেজা। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সদস্য ও দৈনিক দেশতথ্য পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল বারী, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি হাসান জাহিদ,সম্পাদক শরিফ বিশ্বাস প্রমুখ।
এসময় জেলার প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।