মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৪:০০ পূর্বাহ্ন

জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার শাহজালাল

কুষ্টিয়ার সময় অনলাইন / ১২৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ১০:১৯ অপরাহ্ন

ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৪তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার হোমনা এলাকার শাহজালাল বলী। গতবারের চ্যাম্পিয়ন জীবন বলীকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি।

চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে শাহজালাল বলী পাবেন ২৫ হাজার টাকা। অন্যদিকে রানারআপ জীবন বলী পাবেন ২০ হাজার টাকা।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে বলী খেলা অনুষ্ঠিত হয়। মেলা আয়োজক কমিটির সভাপতি বাবু জহর লাল হাজারীর সভাপতিত্বে এর উদ্বোধন করেন নগর পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

এবারের আসরের তৃতীয় স্থান অর্জন করেছেন খাগড়াছড়ির সৃজন চাকমা। পুরস্কার হিসেবে তিনি পাবেন ৮ হাজার টাকা। আর আনোয়ারার আব্দুন নুর চতুর্থ স্থান অধিকার করে পাবেন ৬ হাজার টাকা।

জব্বারের বলী খেলার ১১৪তম আসরে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, কুমিল্লা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবানসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলা থেকে ৬০ জন বলী অংশগ্রহণ করেন। বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

মেলা আয়োজক কমিটির সভাপতি বাবু জহর লাল হাজারী বলেন, বলি খেলা এবারও বেশ জমেছে। বাঁশের উপর উঁচু করে বালি দিয়ে মঞ্চ করা হয়েছে। যাতে সবাই দেখতে পারে। মেলায় অংশগ্রহণের জন্য ১০০ বলী আবেদন করে। যাচাই-বাছাই শেষে ৬০ জনকে প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে, বলী খেলা উপলক্ষে সোমবার থেকে বসেছে তিন দিনব্যাপী বৈশাখী মেলা। লালদিঘী মাঠের আশপাশের প্রায় দেড় বর্গ কিলোমিটার এলাকাজুড়ে এই মেলা বসেছে। মেলায় আসা দোকানে মাটির তৈরি তৈজসপত্র, খেলনা, ফুলদানি ও পুতুল, বেত-কাঠ ও বাঁশের তৈরি নানা আসবাবপত্র, হাতপাখা, মাছ ধরার পলো, ডালা, কুলো, গাছের চারা, মুড়ি মুড়কি, শীতল পাটি, দা-বটি, ছুরিসহ গৃহস্থালির বিভিন্ন সামগ্রী পাওয়া যাচ্ছে।

ব্রিটিশবিরোধী আন্দোলনে যুব সমাজকে সংগঠিত করতে ১৯০৯ সালে বক্সিরহাট এলাকার স্থানীয় আব্দুল জব্বার সওদাগর নগরীর লালদিঘী মাঠে আয়োজন করেন কুস্তি প্রতিযোগিতা। যা সময়ের পরিক্রমায় জব্বারের বলী খেলা নামে পরিচিত। বৈশাখের ১২ তারিখে লালদিঘীর ময়দানে বলী খেলা হয়। এ উপলক্ষে তিনদিন ধরে চলে মেলা।

২০২০ ও ২০২১ সালে করোনার কারণে জব্বারের বলী খেলা ও মেলার আয়োজন হয়নি। সে হিসাবে তিন বছর পর লালদিঘীর মাঠে ফিরছে ঐতিহাসিক জব্বারের বলী খেলা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...