বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৪১ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় গৃহবধূ খুনের ঘটনায় আসামি গ্রেপ্তার

অনলাইন ডেক্স / ৩৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ১২:১৩ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গা সদর উপজেলায় অঞ্জলি প্রামাণিক (৫০) নামের এক গৃহবধূকে খুনের ঘটনায় ঝিনাইদহের হরিনাকুন্ডু গ্রাম থেকে আসামি ওয়াদুদ মন্ডল (৩০) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি চুয়াডাঙ্গা সদরের মৃত সুবাদ মন্ডলের ছেলে।

শনিবার ( ২৬ অক্টোবর) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আসামি ১৬৪ ধারায় দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিলে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে গেল রোববার সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের দক্ষিণপাড়ায় এই খুনের ঘটনা ঘটে। এ সময় ঘরে রাখা নগদ ২ লাখ ২৫ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।

এই ঘটনায় নিহতের ভাই অশোক কুমার ২২ তারিখ চুয়াডাঙ্গা সদর থানার মামলা করেন।নিহত অঞ্জলি প্রামাণিক দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার বাসিন্দা নরসুন্দর গণেশ প্রামাণিকের স্ত্রী।

এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, চুয়াডাঙ্গায় গৃহবধূ খুনের ঘটনায় শনিবার ভোরে ঝিনাইদহ থেকে আসামি গ্রেপ্তার করা হয়েছে। এসময় খুনের দিন লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। আসামী আদালতে খুনের ঘটনা স্বীকার করে জবানবন্দি দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর