রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:২১ পূর্বাহ্ন

গল্প নিয়ে আসছে ‘কালঋষি’

নিজস্ব প্রতিবেদক / ৪০০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ১০:১২ অপরাহ্ন

পাঠকের জন্য এবার ভিন্য আঙ্গিকের বই আসছে লেখক মাঈন উদ্দিনের লেখা ‘কালঋষি’ । ২৩ শের বই মেলায় তাঁর লেখা ‘কোন এক বর্ষায় ‘ নামে একটি কবিতার বই পাঠক প্রিয়তা পায়।

তবে তিনি এবার ৬ টি গল্প নিয়ে লিখেছেন একটি গল্পের বই ‘ কালঋষি’ যা পাওয়া যাবে ২৪ শের একুশে বই মেলায়।

ফারুকী ওমরের প্রকাশনায় হরিৎপত্র প্রকাশনা থেকে বইটি বের হবার কথা জানিয়েছে ওই লেখক।

তিনি আরও বলেন, শখের বসে করা লেখালেখিটা এখন শখ থেকে ভালোবাসা হয়ে গেছে।

নতুন এই লেখকের জন্ম কুষ্টিয়ার দৌলতপুরে, পেশাগত কারনে বসবাস করেন ঢাকায় । এখন পর্যন্ত তার লেখা স্বপ্নের ফেরিওয়ালা (যৌথকাব্য), কোনো এক বরষায় (একককাব্য) বই বাজারে এসেছে। পাঠকের জন্য সে প্রতিবছর নতুন বই নিয়ে আসবেন ভিন্ন ভিন্ন গল্প নিয়ে বলে জানিয়েছেন লেখক মাঈন উদ্দিন ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর