আর ক’দিন পরে বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে হবে বাংলাদেশ প্রমীলা দলকে। এর আগে ভালোভাবেই নিজেদের জ্বালিয়ে নিচ্ছেন বাঘিনীরা। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে স্বাগতিক দলটিকে ৩-০ ব্যবধানে হারিয়ে সিরিজ জয় করে তারা। যার কৃতিত্ব কুষ্টিয়ার মুর্শিদা খাতুনের। সিরিজের সব্বোর্চ রানের মালিকও মুর্শিদা।
বুলাওয়েতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৭.২ ওভারে মাত্র ৭২ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন শারনে মায়ার্স। তাছাড়া তাদের ছয়জন ব্যাটার কোনো রানই করতে পারেননি এই ম্যাচে। বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার একাই শিকার করেন পাঁচটি উইকেট। এছাড়া রুমানা আহমেদ ও অভিষিক্ত ফারিহা তৃষ্ণা দুটি করে উইকেট পান।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিগার সুলতানার দল। ৩ উইকেটে জয়লাভ করে তারা। মুর্শিদা খাতুন ৪৮ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। এছাড়া নিগার ১২ ও নুজহাত তাসনিয়া ১০ রান করেন। এই জয়ে জিম্বাবুয়েকে বাংলাওয়াশ করে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাঘিনীরা।
পুরো সিজিরজুড়েই ছিল মুর্শিদার আধিপত্য। প্রথম ম্যানে ৭ রান সংগ্রহ করেন। দ্বিতীয় ম্যাচে ৫৩ রানের অনবদ্য এক ইনিংস খেলেন। সবশেষ ম্যাচে করেন ৪৮ বলে ৩৯। সব মিলিয়ে মুর্শিদার সংগ্রহ ৯৯। যা সিরিজের সব্বোর্চ রান।
মুর্শিদা কুষ্টিয়ার সময়কে বলেন, এ সাফল্যে দেশবাসী তথা কুষ্টিয়াবাসীর কাছে দোয়া চাচ্ছি। আমি যেন আরো ভালো করে দেশের জন্য সম্মান বয়ে আনতে পারি।