শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯ অপরাহ্ন

খোকসায় আগুনে পুড়লো তিনটি বাড়ি

নিজস্ব প্রতিবেদক / ২০২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ১ মে, ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন

কুষ্টিয়ার খোকসায় আগুনে ৩ টি বাড়ি পুড়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। বুধবার সকাল ১১ টার দিকে পৌরসভার ২ নং ওয়ার্ডের কালিবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল ১১ টার দিকে খোকসা কালিবাড়ি এলাকার মোজামের বাড়ির রান্না ঘর থেকে আগুনের উৎপত্তি হয়ে তার বসত ঘর এবং পরবর্তীতে মিলন ও আরিফের বাড়ি সহ ৩ টি বাড়িতে আগুন ছড়িয়ে পরে। এসময় খোকসা ফায়ার সার্ভিস এবং পরবর্তীতে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন । এই ঘটনায় তিনটি পরিবারে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।

খোকসা পৌরসভার মেয়র মো. তারিকুল ইসলাম জানান, আগুনে বেশকিছু বাড়ি পুরে ক্ষতির সম্মুখীন হয়েছেন ভুক্তভোগীরা। পৌরসভা থেকে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি সরকারি সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।

খোকসা ফায়ার সাভির্সের স্টেশন অফিসার নজরুল ইসলাম বলেন , অগ্নিকান্ডের সূত্রপাতের খবর পেয়ে ঘটনা স্থলে আসি। কুমারখালী ফায়ার সাভিসের আরও একটি ইউনিট এসে পৌছালে প্রায় এক ঘন্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর