কুষ্টিয়ার খোকসায় ৫৫ বছর বয়সী বৃদ্ধের যৌন লালসার শিকার হয়েছে পাঁচ বছরের শিশু। এ ঘটনায় যৌন নিপীড়নের অভিযোগে ওই বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার বৃদ্ধ উপজেলার একতারপুরে নাগরপাড়া গ্রামের মৃত সুনীল বিশ্বাসের ছেলে সুবীর বিশ্বাস। সোমবার (২২ মার্চ) তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন খোকসা থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার।
জানা গেছে, রবিবার (২১ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে নাগরপাড়ায় একটি বাড়ির পাশে চাচাতো বোনের সঙ্গে দুটি শিশু খেলাধুলা করছিল। এ সময় স্থানীয় সুবীর বিশ্বাস (৫৫) শিশু দুটিকে খাবারের লোভ দেখিয়ে পাশের লাল্টুর দোকান থেকে ললিপপ ও বিস্কুট কিনে দেয়।
পরে পাশেই নারায়ণের পানের বরজের মধ্যে ডেকে নিয়ে যায়। একটি শিশুকে দাঁড় করিয়ে রাখেন আর একটি শিশুর স্পর্শকাতর অংগে হাত দেয় এবং তাদের কে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটির চিৎকারে পালিয়ে যায় সুবীর।
এ বিষয়ে শিশুটির মা বলেন, আমি পরের বাড়িতে কাজ করে খাই। সারাদিন কাজ শেষে বাড়িতে গিয়ে দেখি আমার শিশুটি কান্নাকাটি করছে। তাদের কাছে জিজ্ঞেস করলে সব ঘটনা আমার কাছে খুলে বলে। আমি মান-সম্মানের ভয়ে বিষয়টি গোপন রাখার চেষ্টা করি। তারপর শিশুটির শারীরিক অসুস্থতার জন্য খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনা জানাজানি হলে, স্থানীয়রা সুবীর বিশ্বাসকে বেঁধে রেখে খোকসা থানা পুলিশকে খবর দেয়। পরে শিশুটির মা বাদী হয়ে খোকসা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে খোকসা থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যেই নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯ (৪) (খ) ধারার অপরাধে ২২/০৩ ২১ তারিখে মামলা দায়ের হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে মঙ্গলবার কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হবে।