নারী বিশ্বকাপে আজ ভারতের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। বিশ্বকাপে টিকে থাকতে হলে ম্যাচটি জিততেই হবে বাংলাদেশের নারীদের। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৯ রান তোলে ভারত। টিকে থাকার লড়াইয়ে ২৩০ রান তাড়া করতে ১১৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।
২৩০ রানের টার্গেটে ভারতের বিপক্ষে ব্যাট করছিলেন বাংলাদেশের মুর্শিদা খাতুন। ৫৪ বলে ১৯ রানের দেখা পায় এই ওপেনার। ছিল একটি চার আর দর্শনীয় একটি ছক্কা। টাইগ্রেস এই ওপেনারের নাম দেখেই স্বভাবসুলভ রসিকতা করে ফেললেন মীরাক্কেলের উপস্থাপক মীর আফসার আলী।
মুর্শিদাকে নিয়ে ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে তিনি বলেন, ‘বাংলাদেশ দলের একজন মহিলা ক্রিকেটার তার নাম মুর্শিদা, ওনাকে তো সবসময় টিমে রাখতে হবে। টিম থেকে বাদ দিলে তো মুর্শিদাবাদ হয়ে যাবে।’
রান তাড়া করতে নেমে ভারতের বিপক্ষে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৩৫ রানেই ৫ উইকেট হারিয়েছে নিগার সুলতানার দল।
প্রসঙ্গত মুর্শিদা কুষ্টিয়ার খোকসা উপজেলার থানাপাড়া গ্রামের মেয়ে।
https://facebook.com/watch/?v=5269552689744075&_rdr