কুষ্টিয়ার প্রবীণ সাংবাদিক দৈনিক বাংলাদেশ বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি জেলা শিল্প কলা একাডেমির সহ-সভাপতি ও নজরুল একাডেমি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আবদুর রশীদ চৌধুরীর ৭৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় দৈনিক বাংলাদেশ বার্তা পত্রিকার কার্যালয়ে সম্পাদকের জন্মদিনে অকৃত্রিম শুভেচ্ছাসহ তাঁকে প্রাণঢালা অভিনন্দন জানানো হয়।
এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান, কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম, সহ-সভাপতি আশরাফ উদ্দিন নজু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন সরকার ও শহীদুর রহমান রবি, সাহিত্যিক হাসান টুটুল, বাংলাদেশ টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি তরিকুল ইসলাম, মোহনা টেলিভিশনের ইবি প্রতিনিধি মিলন খন্দকার, ক্যামেরাপারসন খাইরুল ইসলাম সম্রাট, ব্যবসায়ী শরীফ জোয়ার্দ্দার, ও বার্তা২৪.কমের স্টাফ করেসপন্ডেন্ট এসএম জামাল, হারুন অর রশীদ, দলীল উদ্দিন, হাসিবুল হোসেন, আব্দুল মজিদ প্রমুখ।