কুষ্টিয়ায় বিড়ি মালিক ও শ্রমিক ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১ টায় শহরের পাবলিক লাইব্রেরী মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ বিড়ি শ্রমিক নেতারা বলেন, আগামী বাজেটে বিড়ি শিল্পের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হলে বিড়ি মালিক ও শ্রমিক ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে এবং অসাধু ব্যবসায়ীরা নকল বিড়ি বাজারজাত করে শুল্ক ফাঁকি দিচ্ছে। এতে করে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বনচিত হচ্ছে।এসব অসাধু বিড়ি ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তারা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন কুষ্টিয়া জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আজগর আলী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আত। অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন কুষ্টিয়া মুনছুর বিড়ির মালিক শাহাবউদ্দিন মিলন,মাসুদ বিড়ির মালিক মিশারুল ইসলাম, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এমকে বাঙ্গালী,সহ-সভাপতি নাজিম উদ্দিন,সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ শ্রমিক নেতারা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক কুষ্টিয়া জেলার সহ-সভাপতি নাজিম উদ্দিন।
You must be logged in to post a comment.