রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪১ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় পদ্মার ঘাটে সন্ত্রাসীদের গুলি, প্রাণ ভয়ে পালালো মানুষ!

কুষ্টিয়ার সময় প্রতিবেদক / ২৯১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ১৪ জুলাই, ২০২৪, ৯:৩২ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুরের আবেদের ঘাট এলাকায় রোববার বিকালে গুলিবর্ষণ করেছে সন্ত্রাসীরা। এতে দর্শনার্থীদের প্রিয় এই ঘাট এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, ফিলিপনগর ইউনিয়নের পদ্মা তীরবর্তী আবেদের ঘাটে মুক্তার মাঝির সাথে নৌকায় ওঠার ভাড়া নিয়ে দরদামের এক পর্যায়ে বাকবিতন্ডা হয় কয়েকজনের, এসময় মারমুখী হয়ে ওঠে নৌকায় উঠতে চাওয়া ওই মানুষেরা। নৌকাটি খেয়া ঘাটের নিয়মিত নৌকা ছিলো না, এটি সাধারণত বাইরে থেকে আসা দর্শনার্থীদের নদী ঘোরানোর নৌকা। কিছুক্ষণের মধ্যে ওই যাত্রীদের ডাকে ঘাটে আসে একই ইউনিয়নের শাদীপুর এলাকার হানিফের ছেলে সজল,ময়েন সহ হানিফের সন্ত্রাসী বাহিনীর বেশ কয়েকজন। এসেই সন্ত্রাসী কার্যক্রম শুরু করে তারা, আতঙ্ক বাড়াতে দু’রাউন্ড গুলিও করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

স্থানীয় একাধিক সুত্রে জানা গেছে ঘাটে আধিপত্য বিস্তার করতেই, আতঙ্ক সৃষ্টি করে চাঁদাবাজি নিশ্চিত করতেই সাজানো নাটকের বিনিময়ে গুলি করেছে শাদীপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা।

প্রসঙ্গত, জনগুরুত্বপূর্ণ এই ঘাটটি স্থানীয়দের পারাপারে সম্প্রতি টোল ফ্রী করার উদ্যোগ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী। মাঝিদের জীবিকা নির্বাহ, নৌকা মালিকের ব্যবসা আর যাত্রীদের পারাপারে নিরাপত্তা নিশ্চিতের জন্য স্থানীয় ভাবে দেখভালেরও ব্যবস্থা করা হয়েছে, এরই মধ্যে ঘটে গেলো এই সন্ত্রাসী কার্যক্রম।

নদী তীরবর্তী এলাকার সুপরিচিত আওয়ামী লীগ নেতা সোহেল রানা ওরফে ওরুশ কবিরাজ বলেন, মাননীয় সংসদ সদস্যের মহৎ উদ্যোগকে বাধাগ্রস্থ করতে, এবং ঘাটে চাঁদাবাজি করার জন্য সন্ত্রাসীরা ছোট্ট বিষয়কে কেন্দ্র করে অবৈধ অস্ত্র ব্যবহার করে গুলি পর্যন্ত করেছে। তাদের দ্রুত আইনের আওতায় নেয়া দরকার।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, যদি কেউ সন্ত্রাসী কার্যক্রম করে থাকে কোনো ছাড় হবে না। শব্দ হওয়ার কথা আমরাও শুনেছি স্থানীয়দের কাছে।

উল্লেখ্য, সিলভার রঙের চকচকে একটি ছোট সাইজের পিস্তল দিয়ে গুলি করতে দেখেছে পরিচয় প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীদের অনেকেই। এসময় ওই এলাকায় প্রাণ ভয়ে ছুটোছুটি করতে থাকে মানুষ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর