কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়ে গেলো এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও ফল উৎসব । ১৩ জুন দুপুর ২ টায় আইনজীবী সমিতির পদ্মা ভবন হলরুমে ইসলামী বিশ্ববিদ্যালয় ‘ল’ এল্যামনাই এসোসিয়েশন কুষ্টিয়া (আইইউএলএএ) আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলার আইনজীবী পরিবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে এ্যডভোকেট হারুন- অর- রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও শরিয়া বিভাগের অধ্যাপক, ড. সেলিম তোহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যডভোকেট আবু সাঈদ ও আইনজীবী পরিবারের সদস্য সহ আরো অনেকেই।
এসময় আইনজীবী পরিবারের সদস্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী সন্তানের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। কুষ্টিয়া আইনজীবী সমিতির সাবেক লাইব্রেরী সম্পাদক এ্যডভোকেট শাতিল মাহমুদের পুত্র এস,এম, হুজ্জাত মাহমুদ এবার এসএসসিতে কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন ‘এ’ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়।এবং তাকেও এই সম্মাননায় সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে হুজ্জাত মাহমুদ তার বক্তব্যে বলেন, আমি একজন আইনজীবী পরিবারের সদস্য হয়ে নিজেকে গর্বিত মনে করি। আমার এই কৃতিত্বের জন্য আমার বাবা- মায়ের অবদান সব থেকে বেশি। তাদের এই অবদান আমার কৃতিত্বের সবথেকে বড় অংশীদার।
অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে বিভিন্ন প্রকার মৌসুমী ফল উপহার দেয়া হয়।